Wednesday, 25 November 2015

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক মামুনুল ইসলাম

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক মামুনুল ইসলাম মামুন ছুটিতে তার নিজ বাড়ি চট্টগ্রামে আছেন। তার ক্লাব না খেললেও ফুটবলের টানে তিনি মাঠে যান। কিন্তু বসার জায়গা হয়নি তার। জাতীয় দলের অধিনায়কের বসার জন্য একটি আসনের ব্যবস্থা করতে পারেনি আয়োজকরা।
তাই বাধ্য হয়ে মামুনুল সাংবাদিকদের সঙ্গে প্রেসবক্সে বসে খেলা দেখেছেন। বিষয়টি নিয়ে যারপরনাই মন খারাপ দেশসেরা খেলোয়াড়ের।

অবশেষে বানিজ্যের নগরী চট্রগ্রামের ফুটবল প্রেমিদের

অবশেষে বানিজ্যের নগরী চট্রগ্রামের ফুটবল প্রেমিদের নিয়ে গঠিত হলো “বাংলাদেশ ফুটবল সাপোর্টাস ফোরাম চট্রগ্রাম জেলা”র পূর্নাঙ্গ কমিটি। কবির আলমগীরকে সভাপতি ও ইয়াসিন আরাফাতকে সাধারণ সম্পাদক করে পূর্নাঙ্গভাবে দায়িত্ব বন্টনের মাধ্যমে গঠিত হলো বাংলাদেশ ফুটবল সাপোর্টাস ফোরামের চট্রগ্রাম জেলা কমিটি। এতদিন আহবায়ক কমিটির মাধ্যমে চট্রগ্রামে কাজকর্ম চললেও এবার সবার মতামতের ভিত্তিতে গঠিত হয়েছে জেলার পূর্নাঙ্গ কমিটি। বাংলাদেশ ফূটবল সাপোর্টাস ফোরামের ঢাকার কেন্দ্রীয় কমিটি’র অনুমতি ও অনুমোদন সাপেক্ষেই উক্ত কমিটি গঠন করা হয়েছে। মূলত দেশের ক্রমঅবনতির দিকে ধাবমান দেশের ফূটবলকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিতে বাংলাদেশ ফুটবল সাপোর্টাস ফোরাম ফুটবল উন্নয়নের যেসব কাজ করে যাচ্ছে তার সাথে চট্রগ্রাম জেলার সকল ফুটবল প্রেমিদের সম্পৃক্ত করতেই এই প্রয়াস। আশা করা যাচ্ছে এই প্রয়াসের ফলে চট্রগ্রাম জেলার সকল ফুটবল প্রেমিরা যেমন ঐক্যবদ্ধ হবে ঠিক তেমনি দেশের ফুটবলের যেকোন কার্যক্রমে তারা সক্রিয় ভুমিকার মাধ্যমে গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করবে বলেই বিশ্বাস করি।

এনকুঋন ক্ আতদ

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক মামুনুল ইসলাম মামুন ছুটিতে তার নিজ বাড়ি চট্টগ্রামে আছেন। তার ক্লাব না খেললেও ফুটবলের টানে তিনি মাঠে যান। কিন্তু বসার জায়গা হয়নি তার। জাতীয় দলের অধিনায়কের বসার জন্য একটি আসনের ব্যবস্থা করতে পারেনি আয়োজকরা।
তাই বাধ্য হয়ে মামুনুল সাংবাদিকদের সঙ্গে প্রেসবক্সে বসে খেলা দেখেছেন। বিষয়টি নিয়ে যারপরনাই মন খারাপ দেশসেরা খেলোয়াড়ের।
‘আমরা সবাই ছুটিতে আছি। আমি বাসায়ই বসেছিলাম। ভাবলাম মাঠ থেকে ঘুরে আসি। কিন্তু এখানে এসে বরং খারাপই লাগছে। যেকোনো রানিং ফুটবলারের জন্যই দর্শক আসনে বসে খেলা দেখা হতাশার ব্যাপার। তাছাড়া এত বছর পর একটা আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট হচ্ছে তাও আবার আমার বাড়ির পাশের মাঠে। কিন্তু আমি মাঠে নেই এখানে ঘুরে বেড়াচ্ছি। এটা ভালো লাগার কথা নয়।’
তিনি আরো বলেন, ‘এটা আমার ঘরের মাঠ। আমার পরিবার, বন্ধু-বান্ধব এখানে সবাই মামুনের খেলা দেখতে চায়। তাদের প্রত্যাশা পূরণ করতে পারলাম না। বলতে পারেন নিজের মাঠে খেলতে না পাড়ার হতাশা কাজ করছে হয়তো।’