Wednesday, 25 November 2015

অবশেষে বানিজ্যের নগরী চট্রগ্রামের ফুটবল প্রেমিদের

অবশেষে বানিজ্যের নগরী চট্রগ্রামের ফুটবল প্রেমিদের নিয়ে গঠিত হলো “বাংলাদেশ ফুটবল সাপোর্টাস ফোরাম চট্রগ্রাম জেলা”র পূর্নাঙ্গ কমিটি। কবির আলমগীরকে সভাপতি ও ইয়াসিন আরাফাতকে সাধারণ সম্পাদক করে পূর্নাঙ্গভাবে দায়িত্ব বন্টনের মাধ্যমে গঠিত হলো বাংলাদেশ ফুটবল সাপোর্টাস ফোরামের চট্রগ্রাম জেলা কমিটি। এতদিন আহবায়ক কমিটির মাধ্যমে চট্রগ্রামে কাজকর্ম চললেও এবার সবার মতামতের ভিত্তিতে গঠিত হয়েছে জেলার পূর্নাঙ্গ কমিটি। বাংলাদেশ ফূটবল সাপোর্টাস ফোরামের ঢাকার কেন্দ্রীয় কমিটি’র অনুমতি ও অনুমোদন সাপেক্ষেই উক্ত কমিটি গঠন করা হয়েছে। মূলত দেশের ক্রমঅবনতির দিকে ধাবমান দেশের ফূটবলকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিতে বাংলাদেশ ফুটবল সাপোর্টাস ফোরাম ফুটবল উন্নয়নের যেসব কাজ করে যাচ্ছে তার সাথে চট্রগ্রাম জেলার সকল ফুটবল প্রেমিদের সম্পৃক্ত করতেই এই প্রয়াস। আশা করা যাচ্ছে এই প্রয়াসের ফলে চট্রগ্রাম জেলার সকল ফুটবল প্রেমিরা যেমন ঐক্যবদ্ধ হবে ঠিক তেমনি দেশের ফুটবলের যেকোন কার্যক্রমে তারা সক্রিয় ভুমিকার মাধ্যমে গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করবে বলেই বিশ্বাস করি। চট্রগ্রাম জেলা কমিটির পূর্নাঙ্গ রূপ দান করায় কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তাদেরকে জানাই প্রানঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।
 
বাংলাদেশ ফুটবল সাপোর্টাস ফোরাম চট্রগ্রাম জেলা কমিটি’র পূর্নাঙ্গ তালিকাঃ-
 
সভাপতিঃ কবির আলমগির
সিনিয়র সহ-সভাপতিঃ আব্দুল্লাহ আল মামুন
সহ-সভাপতিঃ মুহাম্মদ নুরুল হুদা(নকিব)
সাধারণ সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
যুগ্ম সাধারণ সম্পাদকঃ জিদনী আন নাহিয়ান জিদান
সাংগঠনিক সম্পাদকঃ আব্দুল্লাহ আল সায়েম
সহ সাংগঠনিক সম্পাদকঃ আব্দুল্লাহ জুনাইদ
অর্থ সম্পাদকঃ রাশেদুল হাসান রাশেদ
সহকারী অর্থ সম্পাদকঃ তোফায়েল হোসেন।
দফতর সম্পাদকঃ সাইফুল ইসলাম রিজভী
সহকারী দফতর সম্পাদকঃ জুলকার নাঈন চৌধুরি
দফতর সম্পাদকঃ মো সাইফুল ইসলাম রিজভী
প্রচার সম্পাদকঃ রাফিদ ইসলাম
সহকারী প্রচার সম্পাদকঃ আব্দুল্লাহ আল মাক্কী
ক্রীড়া সম্পাদকঃ খাইরুল ইসলাম মারুফ(টাইগার)
সহকারী ক্রিড়া সম্পাদকঃ আব্দুল্লাহ আল ইব্রাহিম
 
কার্যকরী সদস্য :
১. আবরার হোসাইন
২. জিসান ফারহান
3. অসীম বড়ুয়া
4. জানে আলম রুবেল
৫. ৫.ইকবাল হোসেন (রুবেল)
৬.আব্দুল্লাহ আল মাসুদ
 
উপদেষ্টা :
ভুলন বড়ুয়া
রুকন উদ্দিন
মো. শওকত জাহান
জানে আলম রুবেল
ইয়াছিন আরাফাত (তারেক)
ইকবাল হোসেন রুবেল
মোহাম্মাদ শাহাজান চৌধুরি
শহিদুল ইসলাম

No comments:

Post a Comment