বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক মামুনুল ইসলাম মামুন ছুটিতে তার নিজ বাড়ি চট্টগ্রামে আছেন। তার ক্লাব না খেললেও ফুটবলের টানে তিনি মাঠে যান। কিন্তু বসার জায়গা হয়নি তার। জাতীয় দলের অধিনায়কের বসার জন্য একটি আসনের ব্যবস্থা করতে পারেনি আয়োজকরা।
তাই বাধ্য হয়ে মামুনুল সাংবাদিকদের সঙ্গে প্রেসবক্সে বসে খেলা দেখেছেন। বিষয়টি নিয়ে যারপরনাই মন খারাপ দেশসেরা খেলোয়াড়ের।
‘আমরা সবাই ছুটিতে আছি। আমি বাসায়ই বসেছিলাম। ভাবলাম মাঠ থেকে ঘুরে আসি। কিন্তু এখানে এসে বরং খারাপই লাগছে। যেকোনো রানিং ফুটবলারের জন্যই দর্শক আসনে বসে খেলা দেখা হতাশার ব্যাপার। তাছাড়া এত বছর পর একটা আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট হচ্ছে তাও আবার আমার বাড়ির পাশের মাঠে। কিন্তু আমি মাঠে নেই এখানে ঘুরে বেড়াচ্ছি। এটা ভালো লাগার কথা নয়।’
তিনি আরো বলেন, ‘এটা আমার ঘরের মাঠ। আমার পরিবার, বন্ধু-বান্ধব এখানে সবাই মামুনের খেলা দেখতে চায়। তাদের প্রত্যাশা পূরণ করতে পারলাম না। বলতে পারেন নিজের মাঠে খেলতে না পাড়ার হতাশা কাজ করছে হয়তো।’
Very bad
ReplyDelete